প্রেম-জীবন-জগৎ

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

rakib uddin ahmed
  • ৩০
  • 0
  • ১১
জীবনকে সাথে নিয়ে জগতের বুকে
প্রেম ভালবাসার শান্তি-আসর,
বহু আকাংক্ষিত,সে স্বপ্ন প্রহর।
কল্পনার পরিপূর্ণতা,জগতের বুকে তা রহস্যময়োতা,
হাস্যরসাত্মক-ব্যাঙ্গাত্মক-বিদ্রুপাত্মক
অস্পর্শনীয় মুহুর্তের সে ব্যাকূলতা।
জীবনের প্রতিক্ষণে মুহুর্মুহু উচ্ছ্বলতা
প্রেম,বিনোদন-জীবনযাপন
মনুষ্য হৃদয়ের অকল্পনীয় আকাঙ্ক্ষা।

জগতের আত্মস্বরূপের বুকে জিঘাংসা,অপচিকীর্ষা,
প্রাণস্পন্দনে অনন্যোপায় প্রেম-অনুপমা।
প্রেম প্রতিশ্রুতি-প্রবহমান স্রোতস্বিনী
জীবনের বুকে অ-ধরা,প্রেম পিয়াসী হৃদয়ে ক্ষমা।
অন্তর্জগৎ-বহির্জগৎ অদৃশ্য সংঘাত,অপচ্ছায়া।
জীবন বাঁধনে জগতে অবচ্ছায়ে-
অভিচার,অপভ্রংশ,ছিদ্রান্বেষণ,অবহাস-প্রেম আলাপন।
আত্মার কান্না,পৃথিবীকে মানবে না
অতৃপ্ত আত্মা, অবলম্বন থাকবে না,
দিন ফুরাবে,রজনী কানবে,শান্তির প্রীতি থাকবে না।
স্ফূর্তির আয়োজন,তবুও জগৎ থমকে থাকবে না,
প্রেমকামিনী থাকবে ধরায়,বাসর সাজবে না,
ঘাটের পাড়ে ভিড়বে অ-ঘাট,সত্য থাকবে না।
বেঁচে থাকা তবু প্রবহমান-জীবনেরই বন্দনা।

জগতের বুকে জীবনের তরে নির্মমতা
আগুনে ঝলসানো জীবন্মৃত সুখের ছায়া,
আমোদ উল্লাস,বিবাদ,সন্তোষ,
ক্ষণিকের তরে অশ্রু নদীতে ভাসে প্লাবন ধারা।
বিধির বিধান? না অমীয় ফল্গুধারা?
কথামালার বিজ্ঞান,মোহনিয়তা,সুখ শান্তির বুকে প্রাপ্তি-কবিতা,
জীবন জগতের বুকে প্রাপ্তি গল্পগাঁথা,
একাকীত্বের তমস্বিনী,আত্মসম্মোহন-সে কল্পকথা !
পঞ্চবাণ প্রলেপে তব জগৎ বিরচন,জীবনবাঁধনে হিমাঙ্গীনি- আত্মসাধন,
প্রতীত্যসমুৎপাদো যেথা রিপুকামানল
অনন্যা অপ্সরী এথা অন্যভুবন।

প্রেমকাননে তিমির রাত্রি,অনন্ত খোলা প্রান্তর,
চাঁদের হলুদ ম্লান আলোয় পথ চলা।
একাকীত্ব নয়, নিজেকে আমার আমি করে চেনা,
পরম শুভানুধ্যায়ী কোন একজন,আমিই একজন!
প্রতীতি প্রজ্ঞায় সমগ্র জগৎকে খুঁজে পাওয়া;
সত্য,মিথ্যা,ধ্বংস,সৃষ্টির সুবাস নেয়া,
আগামী কালকের সত্যের সুন্দর প্রভাত ফেরীতে
যেন নিষ্পাপ শিশুর জন্ম নেয়া,
প্রত্যাশা,অপরাজেয় তারুণ্যে
প্রেম ও শান্তির প্রত্যাশা।
-------------------------

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পাঁচ হাজার পড়তে পড়তে খালি আউলায়ে যায়, অসম্পূর্ণতা বোধ করছি, এটা আমার একান্ত নিজস্ব ব্যর্থতা।
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১২
ধন্যবাদ পাঁচ হাজার!
জালাল উদ্দিন মুহম্মদ আমোদ উল্লাস,বিবাদ,সন্তোষ, / ক্ষণিকের তরে অশ্রু নদীতে ভাসে প্লাবন ধারা। // ----------- অনন্য কাব্যকথন। অভিনন্দন কবি।
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১২
ধন্যবাদ জালাল উদ্দিন মুহম্মদ ভাইয়া। আপনাকেও অভিনন্দন।
ওয়াছিম বুজাই যা্য় অনেক চিন্তার ফসল এই কবিতা............ অসাধারন, শব্দ ভান্ডার আর তার প্রয়গ
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১২
ধন্যবাদ ওয়াছিম।
আবু ওয়াফা মোঃ মুফতি বিষয় বৃত্তের বাইরে হলেও বেশ ভালো লাগলো |
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১২
ধন্যবাদ ভাইয়া।
rakib uddin ahmed হায় হায়!কেনো...!না....!অনেক সহজ...!"পাখী পাকা পেঁপেঁ খায়/তেলে চুল তাজা,জলে চুন তাজা"(ওরেবাবা!)-এরকম তো কঠিন নয়!(হাহাহা..)খুব মজার মন্তব্য ভাল লাগলো thank u - MAHFUZA NAHAR TULI
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১২
rakib uddin ahmed ....কঠিন নয়/অবশ্য,কিছু দুর্লভ-প্রচলিত শব্দ!আমার পছন্দ..../পাঠকের ভাললাগাই লিখা প্রকাশের আনন্দ/ভাল লেগেছে জেনে ভাল লাগলো/ধন্যবাদ রোদের ছায়া /
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১২
rakib uddin ahmed সুন্দরের প্রত্যাশায় প্রেমপূজারী,ঐ সম্মুখের সহযাত্রী.....@ মো:আক্তারুজ্জামান ভাইয়া & কবি রোদেলা শিশির,ধন্যযোগ !
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১২
সাইফুল করীম আপনার ভাষা শৈলী অতুলনীয়-এতে কোন দ্বিমত নেই। কিন্তু রাকিব ভাই, একটা কথা- কবিতা কবির কাছে ভাষা নির্ভর হোক সমস্যা নেই-যারা আমাদের মত খুচরো লোক তাদের সব থেকে বড় দোষ হল- কবিতা অনুবাদ করে-প্রাঞ্জল করে দায়িত্বটাও আমরা কবির হাতে দিয়ে গা বাচিয়ে থাকি-আশা করি বুঝেছেন। কবিতার জয় হোক। ভালো থাকবেন অনেক।
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১২
thank u সাইফুল ভাই।আপনিও ভাল থাকুন।
M.A.HALIM খুব ভালো লাগলো বন্ধুর জন্য শুভ কামনা রইলো।
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১২
আপনার জন্যও শুভ কামনা রইলো।ভাল থাকবেন M . A . HALIM ভাই।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি রাকিব ভাই আপনার কবিতা সম্পুর্ন বুঝে উঠতে পারিনি। তবে ভালো লেগেছে প্রিয়তে রেখে দিলাম সময় নিয়ে পড়ার জন্য, তা ছাড়া এটা ডিক্সেনারী হিসেবে কাজে লাগলেও লাগতে পারে....ধন্যবাদ আপনাকে...
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১২
হা হা হা..ধন্যবাদ ভাইয়া।

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪